সোহেল রানাঃ যশোরে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার সকালে কোতয়ালী মডেল থানাধীন নতুন উপ-শহর সংলগ্ন নিউমার্কেট-পালবাড়ী রোডের পাশে আহাদ খাবার হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া খানপাড়া গ্রামের খালেক খানের ছেলে সোহাগ খান (৩০) ও একই থানার গাইদখাছি কুন্ডপাড়া গ্রামের হারেজ আলীর ছেলে মিরাজুল ইসলাম (৩২)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের (এসআই) আব্দুল্লাহ আল-মামুন, (এএসআই) আজাহারুল ইসলাম, (এএসআই) আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতোয়ালী থানাধীন নতুন উপ-শহর সংলগ্ন নিউমার্কেট-পালবাড়ী রোডের পাশে আহাদ খাবার হোটেলের সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় ওই দুইজনকে একটি স্কুলের ব্যাগে রক্ষিত ৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে এএসআই(নিঃ)/আজাহারুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।