সোহেল রানাঃ যশোরে একটি বিদেশী পিস্তলসহ রাব্বিল হোসেন মানিক (২৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া রায়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মানিক কোতোয়ালি থানার শংকরপুর গ্রামের হিরুজুল হকের ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানায়,মঙ্গলবার ভোরের দিকে ডিবি পুলিশের (এসআই) খান মাইদুল ইসলাম রাজিব ও (এসআই) বিপ্লব কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় রাব্বিল হোসেন মানিক নামে এক যুবককে একটি বিদেশী পিস্তলসহ আটক করে।
ডিবি পুলিশের ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।