নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম একটি পাইপগানসহ মিরাজ হোসেন নামে (২৫) ১ জন আটক করেছে। সে যশোর কোতোয়ালি থানার এনায়েতপুর গ্রামের আকরাম বিশ্বাসের ছেলে।
পুলিশের সূত্র জানিয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদক চোরাচালান উদ্ধারের লক্ষে ২৯ অক্টোবর দিবাগত রাতে অভিযান পরিচালনা করে ডিবি। অভিযানের সময় ৩০ অক্টোবর ভোর রাত ৪.৩০ ঘটিকায় ডিবি যশোরের এসআই মোঃ শাহিনুর রহমান, এসআই বিপ্লব সরকার, এএসআই মোঃ শফিউল ইসলাম ও এএসআই মোঃ ইমদাদুল হক সমন্বয়ে আভিযানিক দল এনায়েতপুরে অভিযান চলে। এই গ্রামের রাকিব উদ্দিনের বাড়ির পাশের মেহগনি বাগান থেকে ১ টি দেশিয় তৈরি পাইপগানসহ মিরাজ হোসেনকে আটক করেন ওই অভিযানিক টিম।
এ ব্যাপারে এসআই শাহিনুর রহমান যশোর কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।