

জাকির হোসেন।। যশোরে ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত তিন দিনের গ্রামপুলিশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মহোদয়। তিনি বলেন, “গ্রামপুলিশরা গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ শান্তি-শৃঙ্খলা আরও জোরদার হবে।”
১নং ডিহি ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ শরিফুল ইসলাম এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর করবে।
প্রশিক্ষণে গ্রামপুলিশদের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা, তথ্য আদান-প্রদান এবং জনসেবায় কার্যকর ভূমিকা রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগের প্রশংসা করেন এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :