প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২২, ৭:৩৫ পূর্বাহ্ণ
যশোরে বাবার আত্মহত্যার খবরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলেরও আত্নহত্যা
সোহেল রানাঃ যশোরে বাবার আত্মহত্যার খবর শুনে ছেলেও ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছে। শুক্রবার (১৭ জুন) দুপুরে যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, সুলতানপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে সোহেল হোসেন (২৮)।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বাবা সিরাজুল ও ছেলে সোহেলের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে বাবা সিরাজুল গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। এই খবর শুনে বিকেল ৪টার দিকে রাজারহাট-মণিরামপুর সড়কের সতীঘাটা রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলে সোহেলও আত্মহত্যা করেন। নিহত বাবা ও ছেলের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহিদুল ইসলাম বলেন, যশোর-মণিরামপুর সড়কের সতীঘাটায় ট্রেনে কাটা পড়ে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শুনে ছেলেও আত্মহত্যা করেছে এমন খবর পেয়েছি।ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
Copyright @ 2023 সারসা বার্তা. All Rights Reserved