প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২২, ৭:৪২ অপরাহ্ণ
যশোরে যুবদল নেতা বদিউজ্জামান হত্যাকাণ্ডে আটক-২
নিজস্ব প্রতিনিধিঃ যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনি হত্যাকাণ্ডে আরো দুই আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি ও কোতোয়ালী থানা পুলিশ।
আটককৃতরা হলেন-মামলার প্রধান আসামি টিভি ক্লিনিক মোড়ের ফরিদ মুন্সির ছেলে রায়হান (২৫) ও শংকরপুর এলাকার বাবু মীরের ছেলে ইছা মীর (২০)। তাদেরকে যশোরের শংকরপুর ও খুলনার দিঘলিয়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
পরে তাদের দেখানো মতে আকবর মোড়ের ভাঙ্গারী পট্টির মসজিদের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি গাছি দা,একটি চাইনিজ কুড়াল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দলীয় কোন্দল ও জামাই ইয়াসিন খুনের প্রতিশোধ নিতেই বিএনপি নেতা মানুয়ার নির্দেশে খুন করা হয় যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনিকে।
এর আগে এ মামলার আরেক আসামি টিবি ক্লিনিক এলাকার রইজের ছেলে আল আমিনকে র্যাব আটক করে। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার(১৪ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
সম্পাদক ও প্রকাশক:
Copyright @ 2023 সারসা বার্তা. All Rights Reserved