সোহেল রানাঃ যশোরে ৩৩ মামলা ও ১৫ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি কাজি তারেক (৫২) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে কোতোয়ালী থানাধীন খড়কি পূর্বপাড়া কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কাজি তারেক কোতোয়ালী থানার শংকরপুর কৃষ্ণবাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
ডিবি সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (এসআই) খান মাইদুল ইসলাম রাজীব সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা টিম যশোর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ৩৩ মামলা ও ১৫ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাজী তারেককে আটক করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন,তারেকের বিরুদ্ধে রয়েছে মাদক, চোরাচালান, বিস্ফোরক, খুন ও অস্ত্রসহ মোট ৩৩টি মামলা। এর মধ্যে রয়েছে ১৯টি মাদক, ৬টি চোরাচালান, ২টি বিস্ফোরক, ১টি খুন, ১টি অস্ত্র ও ৪টি অন্যান্য মামলা। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে ১৫টি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।এ সংক্রান্তে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে।