যশোর ও শার্শায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


Al Amin প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ণ /
যশোর ও শার্শায় কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: যশোরে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, জনগণের রক্তের হলি খেলে বিদেশে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ সেই সম্প্রীতি নস্যাৎ করতে ভারত শেখ হাসিনার ইন্ধনে বাংলাদেশে সংখ্যা লঘু নির্যাতনের মিথ্যা এবং উস্কানীমূলক বক্তব্য দিয়ে দেশে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কৃষক-শ্রমিক জনতা সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা কৃষক দলের আয়োজনে বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনাসভা অনুুষ্ঠিত হয়। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ছয়টায় শহরের লালদীঘিপাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০ টায় জেলা কৃষক নেতাকর্র্মীরা কারবালা কবর স্থানে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

আলোচনা সভায় নেতৃবৃন্দ আরও বলেন, কৃষি নির্ভর অর্থনীতির দেশে কৃষক ও কৃষি উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অসামান্য অবদান রাখেন। কৃষির আধুনিকায়নের মাধ্যমে তিনি কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশের  অর্থনীতির ভিত মজবুত করেছিলেন। অথচ সেই কৃষি ও কৃষক আজ নানা সংকটে জর্জরিত । দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতে যে ৩১ দফা রূপ রেখা দিয়েছেন, সেখানেও তিনি দেশের কৃষি ও কৃষকের সম্যাস্য চিহ্নিত তার সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছেন।

আলোচনা সভায় জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ূব, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, শাহজাহান আলী, শেখ জাকির হোসেন, আমিরুল ইসলাম, কামরুজ্জামান মোঘল, নাজিম উদ্দীন, শামসুজ্জামান, আব্দুল আজিজ, আজগর হোসেন, মফিজুর রহমান, তরিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মশিউল আজম, অধ্যাপক খবিরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি। আলোচনাসভা শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল ১০টায় জেলা কৃষক দলের নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কারবালা কবর স্থানে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

অপর অনুষ্ঠানে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা কৃষক দলের আয়োজনে উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বেনাপোলের কাগজপুকুর দলীয় কার্যালয়ের সম্মুখে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু হয় এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, বেনাপোল পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহেদ আলী সবুজসহ উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।