যশোরের চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রান গেল ছোট ভাইয়ের


Sarsa Barta প্রকাশের সময় : জুন ৩, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ /
যশোরের চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রান গেল ছোট ভাইয়ের

বড় ভাইয়ের বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো ছোটভাই শিহাব হোসেনের (২১)। বড় ভাই সুমন হোসেনের (২৫) ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন শিহাব। ঘটনাটি সোমবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার শাহাজাদপুর পশ্চিমপাড়ায় ঘটে। নিহত শিহাব শাহাজাদপুর পশ্চিমপাড়ার কাতার প্রবাসী মহিদুল ইসলামের ছেলে।

ঘটনার পর অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) পালিয়ে গেছে। সোমবার (২ জুন) বিকেলে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শিহাব সোমবার দুপুরে প্রতিবেশীর বাড়িতে অনুষ্ঠানে খেতে যাওয়ার জন্য বড় ভাই সুমনের বাইসাইকেল নিয়ে যান। খাওয়া শেষে বাড়ি ফেরার পর বাইসাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা। একপর্যায়ে উত্তেজিত সুমন কোমর থেকে একটি ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন। আহত শিহাবকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিহাবের মা তারা বেগম জানিয়েছেন, বাইসাইকেল নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। কাছে যেতে যেতেই দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. আনোয়ারুল আবেদীন জানিয়েছেন, পিঠের বামদিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে আটকে অভিযান শুরু হয়েছে।