যশোরের ধলগার বাস স্ট্যান্ড থেকে প্রায় ২কোটি টাকার স্বর্ন সহ ৩ আসামি আটক করেছে বিজিবি


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ /
যশোরের ধলগার বাস স্ট্যান্ড থেকে প্রায় ২কোটি টাকার স্বর্ন সহ ৩ আসামি আটক করেছে বিজিবি

গেফার সালেম সারসা বার্তা : যশোরের ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড এলাকা হতে ১.৩১৫ কেজি ওজনের ১১ টি স্বর্ণের বারসহ ০৩ জন আসামী আটক করেছে বিজিবি।

অদ্য ১৩ জুলাই ২০২৫ তারিখ ০৪৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর বাঘারপাড়া থানাধীন ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর হতে ০৩ জন আসামীসহ ১.৩১৫ কেজি ওজনের ১১ (এগার) টি স্বর্ণের বার, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক আটক করে। আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ০২ জন ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে এবং ০১ জন যশোর-নাভারণ হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার তাতী বাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে ০১ জন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা এবং ০২ জন যশোর হয়ে চৌগাছা গমন করছিল। আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা-(১) মোঃ আতা এলাহি জীবন (৩৫), পিতা-মৃত জিলু মিয়া, গ্রাম-চরচারকলা, পোস্ট-আশুগঞ্জ, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, (২) মোঃ আবুল কালাম আজাদ (৪৬), পিতা-আহমদ আলী, গ্রাম-পূর্ব বাগবাড়ি, পোস্ট-কাশিমপুর, থানা-কাশিমপুর, জেলা-গাজীপুর, (৩) শ্রী রামপ্রসাদ মন্ডল (২৮), পিতা-সুচিত্র লাল মন্ডল, গ্রাম-শেরপুর রানির হাট, পোস্ট-বেশালপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া। আটককৃত স্বর্ণের মূল্য ১,৯২,২৭,৯৩০/- (এক কোটি বিরানব্বই লক্ষ সাতাই হাজার নয়শত ত্রিশ) টাকা, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক এর মূল্য ৬৬,০০০/-(ছেষট্টি হাজার) টাকাসহ সর্বমোট সিজার মূল্য *১,৯২,৯৩,৯৩০/-(এক কোটি বিরানব্বই লক্ষ তিরানব্বই হাজার নয়শত ত্রিশ) টাকা।*

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে বাঘারপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।