যশোর জেলা জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান


Al Amin প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৪, ২:১৪ পূর্বাহ্ণ /
যশোর জেলা জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর সন্ত্রাস মুক্ত পরিবেশের মধ্য দিয়ে জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখায় আয়োজিত মনোমুগদ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করলেন শহরবাসী। (১ অক্টোবর) মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় নাটক , আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়। রাষ্ট্র নিয়ে মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের সর্বাধিনায়ক, আধুনিক বাংলাদেশের স্থপতি, নির্ভর বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ভাবনা, চিন্তা ও দুরদর্শিতা নিয়ে নাটক প্রেসিডেন্ট পরিবেশিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

নাটকটি কবি আল মাহমুদের তৃষিত জলধি গল্পের অবলম্বনে রচিত। যার নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন মাসউদ জামান। সহনিদের্শনায় ছিলেন অরুন মজুমদার। ১৩ কুশিলবের নাটকে অভিনয় করেন মাসউদ জামান, রিফাত মাহমুদ, ইব্রাহিম খলিল, সোহেল রানা, পিয়াস মন্ডল, সাইদুর রহমান, তাহসিন, তানভীর হাসান, হাসিবুর রহমান, রফিকুল হাসান, তহমিনা মিনা, আলেয়া আক্তার প্রেমা ও লিটন হাসান ।

আলোকসজ্জায় ছিলেন বায়েজিদ, পোশাক ও মেকআপ স্বপন দাস, আবহ সঙ্গীতে ছিলেন মাসুদ জামান। পরে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়। কবিতা আবৃত্তি করেন সাইদুর রহমান, অরুণ মজুমদার, আনিছুর রহমান এবং একক সঙ্গীত পরিবেশন করেন সরফরাজ হোসেন।

জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখায় আয়োজিত সাংস্কতিক সন্ধ্যা উপভোগ করেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা কালচারাল অফিসার হায়দার আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা।