যশোর ঝিনাইদহ সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে ৭১লাখ ৩৮হাজার ০২০ টাকার ভারতীয় মালামাল আটক


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১১, ২০২৫, ৬:৪৮ পূর্বাহ্ণ /
যশোর ঝিনাইদহ সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে ৭১লাখ ৩৮হাজার ০২০ টাকার ভারতীয় মালামাল আটক

আব্দুস সালাম গফফার, সারসা বার্তা : যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, তৈরি পোশাক, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, সন পাপড়ী, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ ফারজিন ফাহিম, এসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শাহজাদপুর বিওপি, আমড়াখালী চেকপোষ্ট, বোনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৭১,৩৮,০২০/- (একাত্তর লক্ষ আটত্রিশ হাজার বিশ) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, তৈরি পোশাক, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, সন পাপড়ী, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।