নিজস্ব প্রতিবেদকঃ যশোরের মানবিক পুলিশ কর্মকর্তা ডিবির এসআই মফিজুল ইসলামকে বিদায় জানাতে এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে যশোরের সামাজিক সচেতন সংস্থা (সাসস)। রোববার শংকরপুর ছোটনের মোড় এলাকার আব্দুল আজিজ এতিমখানা ও মাদ্রাসায় এ আয়োজন করে সংস্থাটি। সকালে এতিম শিশুদের কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হয় এ আয়োজন। চলে ইসলামী আলোচনা।
দুপুরে এতিমখানায় হাজির হন এসআই মফিজুল ইসলাম। এসময় শিশুরা ফুলদিয়ে তাকে বরণ করে নেন। পরে সংবর্ধনা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্মৃতিচরণ করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। সবশেষে বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম।এসময় তিনি নিজে কাঁদেন এবং তার কথা শুনে কাঁদতে থাকেন উপস্থিত অনেকে।এসময় তিনি প্রায় ছয়বছর যশোরে অবস্থান ও এ সময়কালে বিভিন্ন কর্মকান্ডের বিষয় তুলে ধরেন।
একই সাথে তার ভুলভ্রান্ত্রির বিষয় নিয়ে তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, পুলিশের চাকরি একদিকে করেছেন অন্যদিকে নিজেকে মানব সেবাই নিয়োজিত রেখেছেন। যা অব্যাহত রাখার ঘোষনা দেন তিনি। একই সাথে সাসসের এমন আয়োজনে মুগ্ধ হয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি গ্রামের কাগজের সিটি ইনচার্জ শিমুল ভুইয়া। তিনি গত কয়েক বছরে যশোরে ঘটে যাওয়া খুন,গুম, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের রহস্য ও অপরাধী ধরতে ডিবি মফিজের অবদানের কথা তুলেধরেন। তিনি বলেন, মফিজুল ইসলামের শুন্যতা অবশ্যই যশোরবাসী উপলব্ধি করবে।আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মীর মঈন হোসেন মুসা, সভাপতি হাবিবুর রহমান , সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, মাদ্রাসার মহাতামিম মঈন উদ্দীনসহ অন্যান্যরা।তারা বলেন, মফিজুল ইসলামকে আমরা শ্রদ্ধারসাথে বিদায় জানাচ্ছি আবারো যশোরে তিনি ফিরে আসবেন এই প্রত্যাশায়।
তারা মফিজুল ইসলামের সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।আলোচনা শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। পরে মফিজুল ইসলামকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় সাসসের নেতৃবৃন্দ। আসরের নামাজ শেষে এ আয়োজন শেষ হয়।উল্লেখ্য, সম্প্রতি মফিজুল ইসলামকে ঢাকায় বদলি করা হয়েছে। সাসসের প্রধান পৃষ্টপোষক মফিজুল ইসলাম মফিজ নিজে। সাসসের মুল উদ্দেশ্য মানুষকে সচেতন করে তোলা। মফিজুল ইসলাম যেখানেই যান সেখানেই মানবসেবা মুলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখেন। সমাজসেবামুলক কর্মকান্ডের মুল হাতিয়ার হিসেবে কাজ করে সাসস নামের এই সংগঠনটি। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় সাসসের শাখা রয়েছে।
আপনার মতামত লিখুন :