যশোরের বাঁকড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায এক স্কুল ছাত্র নিহত


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ /
যশোরের বাঁকড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায এক স্কুল ছাত্র নিহত

হাফিজুর রহমান হাফিজ প্রতিনিধি: ঝিকরগাছা যশোর
বাঁকড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের করুন মৃত্যু হয়েছে।

নিহত আবির (০৯)যশোরের ঝিকরগাছা উপজেলার১১নংবাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের দক্ষিণপাড়ার ব্যাটারি চালিত ভ্যানচালক মিন্টুর ছেলে।

গতকাল ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ির উঠানে ফুটবল খেলছিল। বল পাকা রাস্তার ওপারে গেলে তা আনতে যেয়ে রাস্তা অতিক্রম করার সময় চলন্ত ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

একই গ্রামের ফিরোজের ইজি বাইকের সাথে এই দু:র্ঘটনা ঘটে। আবিরের মৃত্যুর পরে যে ঘটনাটি সকলের হৃদয়ে স্পর্শ করেছে তা হল সকালে ফরজের নামাজ পড়ে তার একান্ত আগ্রহে পিতা কে সাথে নিয়ে দাদার কবর জিয়ারত ও পরিষ্কার পরিচ্ছন্ন করে। সাধারণত কখনোই এমনটি সে করিনি।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দারোগা হাদিউজ্জামান ছুরত হাল রিপোর্ট প্রস্তুত করেন। বাদি পক্ষ মামলা করতে রাজি হয়নি বলে লাশ ময়নাতদন্তের ব্যবস্থা নেয়া হয়নি।