যশোর বেনাপোল মহাসড়কের মরণ ফাঁদ খ্যাত গাছ অপসারনের দাবিতে মানব বন্ধন


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ /
যশোর বেনাপোল মহাসড়কের মরণ ফাঁদ খ্যাত গাছ অপসারনের দাবিতে মানব বন্ধন

শেখ নাজমুল ইসলাম : যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যেগে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত গাছ অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার নাভারন বাজারে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।

এ সময় বক্তব্য দেন নাগরিক পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শার্শা উপজেলা নাগরিক পার্টির নেতা মুরাদ উদ-দৌলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রাসেল মাহমুদ, শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাফেজ মাওঃ মোস্তফা কামাল, আহনাফ সুজন, আব্দুল্লাহ গালিব, আহসান উল্লাহ, রাতুল হাসান প্রমুখ।

বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে যশোর-বেনাপোল মহাসড়ক ও নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে মৃত ও অর্ধ মৃত ঝুকিপূর্ণ গাছ গুলো অপসরনের দাবী জানান। অন্যথায় আবারো মানববন্ধন ও অবরোধ কর্মসূচী করবেন বলে ঘোষনা করেন।

বক্তারা বলেন, নাভারন বাজারে কয়েকবার মৃত ও অর্ধমৃত ঝুকিপূর্ণ গাছ যে কোন সময় পথচারীদের প্রান কেড়ে নিতে পারে। সে জন্য মানুষের জান ও মাল বাঁচাতে অতিদ্রত আগামী বর্ষা মৌসুম আসার আগেই রাস্তার দুই ধারের মৃত ও অর্ধ মৃত গাছ গুলো অপসরন প্রয়োজন। বক্তারা শার্শা উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও যশোর জেলা প্রশাসনের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।