যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত
Sarsa Barta
প্রকাশের সময় : জানুয়ারি ১৬, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ /
০ Views

খোরশেদ আলমঃ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর এর ধারাবাহিক সাফল্য অব্যাহত। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর জনগণের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ১৫/০১/২০২৬ তারিখে সকাল ১২.৩০ ঘটিকায়, যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে ডিসেম্বর/-২০২৫ খ্রিঃ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ ডায়েরী ভূক্ত সর্ব মোট ৫৯ (উনষাট)’টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ১,২৪,০০০/- (এক লক্ষ চব্বিশ হাজার ) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। ০৬ টি ইমো আইডি রিকোভারি করা হয়েছে। ১৮ টি হোয়াটসঅ্যাপ আইডি পূনরুদ্ধার করা হয়েছে। বিভিন্ন থানায় নিখোঁজ ব্যাক্তি/ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ০৬ জন ভিকটিমকে উদ্ধার সহায়তা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে সহায়তা প্রদান করা হয়েছে।
এদিন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন যশোর জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।
এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, তিনি মোবাইল বা অন্যান্য ডিভাইস আরো অধিক সতর্কতা সাথে ব্যবহার করতে বলেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি, যশোর কর্তৃক ডিসেম্বর/২০২৫ খ্রিঃ মাসের উদ্ধার তালিকা ঃ- মোবাইল উদ্ধার ৫৯টি, ইমো আইডি রিকোভারি ০৬ টি, হোয়াটসঅ্যাপ আইডি পূনরুদ্ধার ১৮ টি, নগদ/বিকাশের টাকা উদ্ধার ১,২৪,০০০/- (এক লক্ষ চব্বিশ হাজার) টাকা এবং ভিকটিম উদ্ধারে সহায়তা ০৬ জন।
আপনার মতামত লিখুন :