আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়িয়েছেন মোঃ জহুরুল ইসলাম। তিনি মঙ্গলবার সোয়া নয়টার দিকে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোঃ জহুরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক কারণে আমি হা'মলা মা'মলার শিকার হয়েছি। আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম। দলের স্বার্থে সাবিরা সুলতানাকে মনোনয়ন দিয়েছে। দলীয় এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিই। নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেও আমি ও আমার সমর্থকরা দলের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে মাঠে থাকবো এবং এলাকার সাধারণ মানুষের সেবায় আগের মতোই নিয়োজিত থাকবো।