যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে গোলাগুলিতে ৫ সেনা আহত


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৫, ৮:৩৫ পূর্বাহ্ণ /
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে গোলাগুলিতে ৫ সেনা আহত

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ এবং নিরাপদ সেনাঘাঁটি হিসেবে পরিচিত ফোর্ট স্টুয়ার্টে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও দুঃখজনক ঘটনা। একটি অভ্যন্তরীণ গোলাগুলির ঘটনায় পাঁচজন সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনায় সংশ্লিষ্ট সার্জেন্টকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (স্থানীয় সময়) সকালে, যখন সার্জেন্ট কোরনেলিয়াস র‍্যাডফোর্ড (২৮) হঠাৎ করেই তার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র নিয়ে সহকর্মীদের দিকে গুলি ছোড়েন। ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনার পরই সাময়িকভাবে ঘাঁটিটি লকডাউন করে ফেলে কর্তৃপক্ষ।

সেনা সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, গুলি চালানোর পর অন্যান্য সেনারা তাৎক্ষণিকভাবে র‍্যাডফোর্ডকে আটকে ফেলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ৫ জন সেনা সদস্য গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে তিনজনকে অস্ত্রোপচার করতে হয়েছে, তবে সবাই বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঘটনার প্রতিক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস বলেন, “যেসব সেনা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাদের কারণে বড় ধরনের প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, হামলাকারী র‍্যাডফোর্ডের উদ্দেশ্য বা মানসিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।

এ ধরনের সহিংস ঘটনা সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। কারণ, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো সাধারণত উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এলাকা হিসেবে বিবেচিত।

ঘটনার পরপরই সেনা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্তে হামলাকারীর মানসিক অবস্থা, অতীত আচরণ ও ব্যক্তিগত পরিস্থিতি মূল্যায়ন করা হবে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন স্পষ্ট উদ্দেশ্য বা পূর্ব সংকেত পাওয়া যায়নি।
তথ্যসূত্র : এপি