যুক্তরাষ্ট্রে স্টিল কারখানায় বিস্ফোরণ, নিহত হয়েছেন ২ আর আহত ১০ জন


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৫, ১:১৯ অপরাহ্ণ /
যুক্তরাষ্ট্রে স্টিল কারখানায় বিস্ফোরণ, নিহত হয়েছেন ২ আর আহত ১০ জন

সংগৃহীত

ইউএস স্টিল জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি ইস্পাত কারখানায় সোমবার (১১ আগস্ট) বিস্ফোরণে দুই শ্রমিক নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পেনসিলভানিয়া রাজ্যের গভর্নর জোশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, ইউএস স্টিল ক্লেয়ারটন কোক ওয়ার্কসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি পিটসবার্গ শহর থেকে প্রায় ১৫ মাইল দূরে অবস্থিত। বিস্ফোরণের ঘটনায় কারখানার ১০ কর্মী আহত হয়েছেন। তিনি আরো বলেন, আহত কর্মীদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলমান রয়েছে।

ইউএস স্টিল জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জরুরি উদ্ধারকারী দলগুলোকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়। কোম্পানির সিইও ডেভিড বুরিট এক বিবৃতিতে বলেন, ‘ইউএস স্টিলের আহত কর্মীদের প্রতি আমাদের ভালোবাসা, প্রার্থনা ও সহায়তা থাকবে।’

কিছু মার্কিন সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরণে ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছে। ক্লেয়ারটন কোক ওয়ার্কস হলো যুক্তরাষ্ট্রের বৃহত্তম কোক তৈরির কারখানা। এটি এমন একটি কারখানা যেখানে কয়লা প্রক্রিয়াজাত করে কোক তৈরি করা হয়, যা ইস্পাত তৈরির একটি প্রধান জ্বালানি।