যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কির প্রয়োজন নেই’ জানালেন ট্রাম্প


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৫, ২:০২ অপরাহ্ণ /
যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কির প্রয়োজন নেই’ জানালেন ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অংশগ্রহণ করানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) সাংবাদিকদের দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘পুতিনের জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন নেই। বৈঠক হবে শুধু আমার এবং পুতিনের মধ্যে।’  তিনি আরও জানান, উভয় নেতার সঙ্গে পৃথকভাবে বৈঠক করার পরই যুদ্ধ থামানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

গত ৬ আগস্ট পুতিনের মুখপাত্র ইউরি উশাকভ জানিয়ে দিয়েছিলেন যে পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহী। পরের দিন হোয়াইট হাউস থেকে জানানো হয়, শিগগিরই এই বৈঠক অনুষ্ঠিত হবে। পুতিনও জানিয়েছিলেন, বৈঠকের আয়োজক দেশ হতে পারে সংযুক্ত আরব আমিরাত। তবে নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিনকে জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে হবে। এই দাবিকে ট্রাম্প প্রত্যাখ্যান করেন।

এদিকে, পুতিন সংবাদমাধ্যমকে বলেছেন, যদি জেলেনস্কিও বৈঠকে যোগ দেয়, তিনি আপত্তি করবেন না, তবে আগেই বিষয়টি জানানো উচিত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এই সমঝোতার প্রয়াসকে বিশ্ব জুড়ে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।