

“নড়াইলে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ এবং ফাতেমা আর্ট এন্ড রিসার্চ সেন্টার এর রজত জয়ন্তী উৎসব।”
ফাতেমা আর্ট এন্ড কালচার রিসার্চ সেন্টার (ফাতেমা ফাউন্ডেশন) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ এর রজত জয়ন্তী বা ২৫ বছর পূর্তি অনুষ্ঠান গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার ফাতেমা ম্যানসন আঙ্গিনা, ইতনা, নড়াইলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ আনসার এর বিভাগীয় কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) জালাল উদ্দিন আহমেদ। এরপর প্রয়াত অমিতাভ মীর, চুয়াডাঙ্গা, অধ্যাপক ড. খোকন কুমার বাগ, পশ্চিম বঙ্গ ভারত এবং কবি এ্যাড. নুরজাহান আরা নীতির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রথম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের ভূতপূর্ব চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খাঁন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা মুন্না, সাধারণ সম্পাদক, বিদ্রোহীপরিষদ, যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ও গবেষক, ধামরাই সরকারি কলেজ, ঢাকা, হারুন অর রশিদ, সমাজ সেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুরধ্বনি সংগীত একাডেমি, যশোর এবং জনাব মনোয়ার জাহিদ, আয়কর উপদেষ্টা, ঢাকা।
উক্ত রজতজয়ন্তী ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সরদার শরিফুল ইসলাম, ইতনা, লোহাগড়া, নড়াইল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ বিশ্বাস, কবি, উপন্যাসিক ও সংগঠক, নড়াইল। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হোসাইন নজরুল হক, কবি, সাংবাদিক, গবেষক ও প্রকাশক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক জেসমিন বন্যা, বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও উপস্থাপক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ বেতার, ঢাকা, ত্রিবেণী পান্না, বিশিষ্ট সংগীত শিল্পী, ঢাকা, কবি মোঃ শাজাহান সাজু, অধ্যাপক, শিক্ষাবিদ, বিশিষ্ট কবি ও সংগঠক, ঢাকা, এবং রকি মাহমুদ, কবি, প্রাবন্ধিক, সভাপতি বেনাপোল সাহিত্য পরিষদ, যশোর।
অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিক্ষক আব্দুল হান্নান, কবি তপন কুমার তপু, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সংগীত শিল্পী ডাঃ আহসান কবির, কবি মোঃ আনিসুজ্জামান পিন্টু এবং প্রফেসর ড. মনজুরুল হক, শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
এছাড়া স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে শেখ সাকিব হাসান পাপ্পু, মোঃ তবিবুর রহমান তবি, কবি সরদার আহমেদ শবুক্তগীন লিপু বক্তব্য প্রদান করেন।
দুই দিনব্যাপী উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম রাজা এবং গাজী শহিদুল ইসলাম, সম্পাদক, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যশোর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রকর নারায়ণ বিশ্বাস, প্রতিষ্ঠাতা সভাপতি, ফাতেমা আর্ট এন্ড কালচার রিসার্চ সেন্টার (ফাতেমা ফাউন্ডেশন), ইতনা লোহাগড়া, নড়াইল এবং উক্ত অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন চিত্রকর এস. এম. আলী আজগর রাজা, প্রতিষ্ঠাতা ও পরিচালক, ফাতেমা আর্ট এন্ড কালচার রিসার্চ সেন্টার (ফাতেমা ফাউন্ডেশন), নড়াইল।
অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্য কৃতি ব্যক্তিবর্গের মধ্যে চিত্রকর এস এম রাজা এবং চিত্রকর নারায়ণ বিশ্বাস সাহিত্য পদক বা সম্মাননা প্রদান করা হয় ।
২০২৪ সালে কবিতায় সম্মাননা পেয়েছেন পাঁচজন কবি। তারা হলেন কবি ডা. ডাক্তার মোকাররম হোসেন, সভাপতি মুক্তেশ্বরী সাহিত্য সংস্কৃতি পরিষদ, যশোর, কবি মফিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, নড়াইল, কবি শোভা রানী বিশ্বাস, ফরিদপুর, কবি ভদ্রাবতী বিশ্বাস, মনিরামপুর, যশোর, কবি মোঃ আবু রায়হান, নাভারন, যশোর।
এছাড়া ২০২৪ সালে কথাশিল্পী হিসেবে কবি ও কথা শিল্পী হাসান ওয়াহিদ, ঢাকা, লালন গবেষক হিসেবে কবি সাইফুদ্দিন সাইফুল, সভাপতি, ঝিকরগাছা সাহিত্য পরিষদ, যশোর, কথা সাহিত্যে কবি ও কথা সাহিত্যিক রুহুল আমিন, খুলনা, সাহিত্যে কবি হোসাইন নজরুল হক, মনিরামপুর, যশোর, গবেষণায় কবি মাহমুদা খানম, ঝালকাঠি, বরিশাল, সংগীতে সংগীত শিল্পী মমতাজ আহসান, বাংলাদেশ বেতার ও টেলিভিশন, যশোর, শ্রেষ্ঠ শিক্ষক মোছাঃ নায়ার সুলতানা শিউলি, প্রধান শিক্ষক, লোহাগড়া, নড়াইল সঞ্চালনায় কবি স্বর্ণলতা ঘোষ, নড়াইল সম্মাননা পেয়েছেন।
২০২৫ সালে সংগীতে সঙ্গীত শিল্পী ডা. আহসান কবির, চক্ষু বিশেষজ্ঞ, যশোর, সাংবাদিকতায় খাইরুল ইসলাম, সভাপতি প্রেসক্লাব, লোহাগড়া, নড়াইল, কবিতায় কবি এমদাদুল হক (বকুল হক), যশোর, কবি মোল্লা মোহাম্মদ বায়েজিদ হুসাইন, ইতনা, নড়াইল, দক্ষ ও সেরা সংগঠক হিসাবে কবি গাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, মুক্তেশ্বরী সাহিত্য ও সংস্কৃতিক পরিষদ, যশোর, সাহিত্যে কবি কাসেদুজ্জামান সেলিম, গীতিকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন, যশোর এবং কবি নূরজাহান আরা নীতি (মরণোত্তর), (জন্ম ০১-০৮-১৯৭৯, মৃত্যু ০২-০৯-২০২৫), সাবেক সভাপতি, বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর, গীতিকার হিসেবে কবি সরদার আহমেদ সবুক্তিগীন লিপু, ইতনা, লোহাগাড়া, নড়াইল, সমাজসেবায় আলোকিত নারী হিসেবে কবি ও কথাসাহিত্যিক রাশিদা আক্তার লিলি, যশোর, গবেষণায় সুরাইয়া রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসাবে মোঃ আনিসুজ্জামান পিন্টু, ব্যঞ্জন থিয়েটার, যশোর, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কবি রেবেকা টফি, নাভারন যশোর সম্মাননা পেয়েছেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে ইতনা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৃত্য, কবিতা আবৃতি, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী আটজনকে ক্রেস্ট প্রদান করা হয়।
দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ এর রজত জয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত কবি, সাহিত্যিক, শিল্পীগণ তাদের হৃদয়গ্রাহী পরিবেশনা উপস্থাপন করেন এবং প্রথম দিনের অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
উল্লেখ্য ফাতেমা আর্ট এন্ড কালচার রিসার্চ সেন্টার (ফাতেমা ফাউন্ডেশন) ১৯৯৮ সাল থেকে আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক এই উৎসব ধারাবাহিকভাবে পালন করে আসছে।
আপনার মতামত লিখুন :