পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিভিন্ন দেশের ১,২৯৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। এ সিদ্ধান্ত বন্দিদের জন্য একটি নতুন জীবন শুরুর সুযোগ তৈরি করবে এবং তাদের পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। একইসঙ্গে বন্দিদের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশও দেওয়া হয়েছে।
এ ঘোষণা বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আমিরাতের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান চান, মুক্তি পাওয়া বন্দিরা যেন সমাজে ইতিবাচকভাবে ফিরে যেতে পারে এবং পরিবারগুলোর দুঃখ-কষ্ট কিছুটা লাঘব হয়। আমিরাতে ধর্মীয় উৎসব ও বিশেষ উপলক্ষে বন্দিদের মুক্তির ঐতিহ্য দীর্ঘদিনের।
প্রতিবছরই রমজান উপলক্ষে বন্দিদের মুক্তির সিদ্ধান্ত নিয়ে থাকে আমিরাত সরকার। গত বছর একই উপলক্ষে ৭৩৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। এবার সংখ্যাটি আরও বৃদ্ধি করা হয়েছে, যা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।
এদিকে, আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংস্থার পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় অর্ধচন্দ্র দেখা গেলে রমজান শুরু হবে, অন্যথায় ২ মার্চ থেকে রোজা শুরু হবে।
এই মহতী উদ্যোগ বন্দিদের নতুন জীবন শুরু করার পথ সুগম করবে। ইসলাম শান্তি, ক্ষমা এবং নতুন সুযোগের বার্তা দেয়। আমিরাত সরকারের এই মানবিক সিদ্ধান্ত বন্দিদের পাশাপাশি তাদের পরিবারগুলোর জন্যও আশার আলো হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :