শীতের পূর্ণ মৌসুম চলছে। রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজির দামও কম। বেশিরভাগ সবজি এখন ৫০ টাকার ভেতরেই পাওয়া যাচ্ছে। নতুন আলুর প্রভাব পড়েছে আলুর বাজারেও। আর পেঁয়াজের দাম এখন কমতির দিকে। তবে পোলট্রি মুরগি ও ডিমের দাম বেড়েছে। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, যাত্রাবাড়ি বাজার ও শনির আখড়া কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। চলতি সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের মাছ ও মুরগির দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।
ব্যবসায়ীদের দাবি, বেশ কিছুদিন ধরেই খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মুরগির বাজারে অস্থিরতা দেখা গেছে। মুরগির বাজার নিয়ন্ত্রণে খাদ্যে দাম কমাতে হবে।
এসব বাজারে গরুর গোশত কেজি প্রতি ৬৫০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার গোশত ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির গোশত কেজি প্রতি ১১৫০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়, হাঁসের ডিম ২৩০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
অন্যদিকে, বাজারগুলোতে চলতি সপ্তাহে মাছের দাম চড়া দেখা গেছে। সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। এসব বাজারে ৫০০ গ্রামের ইলিশ ১১০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ১৬০০ টাকা, এক কেজি ওজনের ১৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫০০ টাকায়, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৩৫০ থেকে ৫০০ টাকায়, দেশি মাগুর মাছ ৮০০ থেকে ১১০০ টাকা , মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙ্গাস ২০০ থেকে ২২০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৭০০ থেকে ১২০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২২০ টাকায়, কৈ মাছ ২২০ থেকে ২৩০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকায়, টেংরা মাছ ৫০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায়, পাঁচ মিশালি মাছ ২২০ টাকায়, রুপচাঁদা ১২০০ টাকা, বাইম মাছ ১২০০ থেকে ১৪০০ টাকা, দেশি কই ১২০০ টাকা, সোল মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, আড়ই মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, বেলে মাছ ৮০০ টাকা, কুড়াল মাছ ৭০০ টাকা, কাজলি মাছ ৮০০ টাকা এবং কাইকলা মাছ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির বাজারে শশা ৫০ টাকা, বেগুন প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, গাজর ৫০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, কড়লা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পেপে ৪০ টাকা টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মুলা ৩০, নতুন আলু ৮০ টাকা, শালগম ৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। বাজারটিতে ফুলযুক্ত পেঁয়াজপাতা ৪০ টাকা ও পেঁয়াজসহ পেঁয়াজপাতা ৫০ টাকা, পেঁপে ৫০, লম্বা বেগুন ৫০ টাকা, কালা গোল বেগুন ৬০ টাকা ও সিম ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া শশা ৫০ টাকা, গাজর ৬০ টাকা ও টমেটো ১০০, কাঁচামরিচ ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাতাকপি ৪০ টাকা, ফুল কপি ৩৫ টাকা ও পেঁয়াজপাতা ৫০ টাকা কেজি। পেঁয়াজ ৯০ টাকা ও আলু ৭০ টাকা কেজি।