রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে । বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। এতে ওই বাজারের সবকয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পবিত্র রমজান মাস কে সামনে রেখে সব ব্যবসায়ীরা সব ধরনের মালামাল মজুদ করেছিল যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মার্কেট ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় যে রাত্রে মার্কেট বন্ধের পর আনুমানিক রাত ২টার দিকে হঠাৎ পোড়া গন্ধ নাকে আসে এরপর তারা দেখে মার্কেটের সামনের দিক মেট্রো রেল স্টেশন সংলগ্ন গেট থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে । তৎক্ষণাৎ আশেপাশের মানুষ জন ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করে আগুনের খবর জানিয়ে দেয় ।
প্রথমে ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। এরপর আরও দুইটি করে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার বলেন, রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন কীভাবে লাগল তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সে খবরও জানা যায়নি।
আপনার মতামত লিখুন :