রাজধানীর ১৩ স্থান থেকে কম দামে কিনতে পারা যাবে ডিম


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ /
রাজধানীর ১৩ স্থান থেকে কম দামে কিনতে পারা যাবে ডিম

– প্রতীকী ছবি

রোববার (১০ নভেম্বর) থেকে রাজধানীর ১৩টি স্থানে সুলভ মূল্যে ডিম বিক্রি করা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। শনিবার (৯ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

আলীম আখতার খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতটি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ছয়টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে সুলভ মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন।

আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভোক্তা ডিজি বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার।

এ সময় আলীম আখতার খান মন্তব্য করেন, ভোক্তাদের অনুকূলে কাজ করলেও তাদের অধিকার নিশ্চিতে যে কাজ করা প্রয়োজন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর তা পরিপূর্ণভাবে করতে পারেনি।

তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য জনগণের মালিকানাধীন রাষ্ট্রে জনগণের পক্ষে ব্যবস্থা গ্রহণ করার এখতিয়ার ও ক্ষমতা সরকারের আছে। তাই সিন্ডিকেট ভাঙতে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করলে এতে শঙ্কায় পড়ার কোনো কারণ নেই।