বক্তব্য রাখছেন তারেক রহমান
সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত তিনি এসব কথা বলেন। বক্তব্যের কারণে যেন স্বৈরাচার ফিরে না আসে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বক্তব্যের কারণে অরাজকতা তৈরি হতে পারে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বেশকিছু রাজনৈতিক দল এখন বেশকিছু বক্তব্য উপস্থাপন করছে। বক্তব্য আমরা দিতেই পারি। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের বক্তব্য দেয়ার অধিকার অবশ্যই আছে। কিন্তু আমরা সেই বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশের পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে দেশ ও দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোভাবেই ভালো হবে না।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি, জনগণ ত্যক্ত-বিরক্ত হয়ে যখন রাজপথে নেমে এসেছিল দেশকে বাঁচানোর জন্য, সেসময় আমরা দেখেছি তৎকালীন স্বৈরাচার কিভাবে নির্বিচারে মানুষকে হত্যা করেছে। নারী-পুরুষকে তারা হত্যা করেছে। তাদের হত্যাযজ্ঞ থেকে দেশের শিশুরা পর্যন্ত রেহাই পায়নি। হেলিকপ্টার থেকে গুলি করে তাদের হত্যা করা হয়েছে। পরিশেষে আমরা দেখেছি বিজয় জনগণেরই হয়েছে। পরাজিত হয়েছে স্বৈরাচার। শুধু পরাজিতই হয়নি, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বহু মানুষের ত্যাগ-তীতিক্ষা, বহু মানুষের আত্মত্যাগে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।’
‘দেশের মানুষ আজ প্রত্যাশা করে যে, রাজনৈতিক দলগুলো তাদের মতামত উপস্থাপন করবে। তাদের চিন্তা-ভাবনা, লক্ষ্য-উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ বাছাই করে নেবে কে জনগণের জন্য আমাগী দিনে নেতৃত্ব দিবে। যাদের আদর্শ, নীতি, উদ্দেশ্য, আদর্শ, পরিকল্পনা জনগণ পছন্দ করবে, তাদের ওপরই দায়িত্ব অর্পণ করবে। আমরা যদি জনগণকে বাইরে রেখে, তাদের কাছে না গিয়ে, রাজনৈতিক দলগুলো একটি জায়গায় বসি, আলোচনার পরিবর্তে, একটি সিদ্ধান্তের পরিবর্তে, যদি নিজেরাই কথা বলতে থাকি তাহলে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে,’ বলেন তারেক রহমান।
এর আগে প্রথম অধিবেশনে সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে প্রায় আট বছর পর অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও জেলা বিএনপির বিদায়ী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম। এছাড়াও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।
সম্মেলনে মির্জা ফয়সল আমিন সভাপতি ও পয়গাম আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।