২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রায় হাজার সাতেক জওয়ান এখন রাশিয়ায় রয়েছেন। তাদের ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হয়েছে।
দীর্ঘকালীন যুদ্ধের প্রস্তুতি হিসেবে রাশিয়ার পাঁচটি জায়গায় তাদের প্রশিক্ষণও দেয়া হয় বলে জানা গিয়েছে। কিন্তু এ কী কাণ্ড! রাশিয়ায় গিয়ে নাকি পর্ন দেখছেন কিম জং উনের জওয়ানরা। সে দেশে অবাধ ইন্টারনেট পরিষেবা পেয়ে নীল ছবিতেই মজেছেন তারা!
এক্স হ্যান্ডলে বৃটিশ সাংবাদিক ব়্যাচম্যান লিখেছেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, রাশিয়ায় মোতায়েন উত্তর কোরিয়ার সেনা আগে কখনও যথেচ্ছ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়নি। ফলে সেই সুযোগ পেয়ে নীল সিনেমায় বুঁদ হয়ে পড়েছে তারা।’ যদিও কিম জং উন ইউক্রেনে পাঠানো উত্তর কোরিয়ার সৈন্যদের ইন্টারনেট অভ্যাস সম্পর্কে মুখ খুলতে চাননি।
দ্য নিউ ইয়র্ক পোস্ট মোতাবেক, মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল চার্লি ডিটজও বলেছেন, যে তারা উত্তর কোরিয়ার সেনাদের ইন্টারনেট অভ্যাস সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তার দাবি, এর জবাব ভালো দিতে পারবে মস্কো।
ক্রমবর্ধমান মস্কো-উত্তর কোরিয়া সম্পর্কের মধ্যে রাশিয়া সোমবার ইউক্রেনের সীমান্তের কাছাকাছি এলাকায় একে-১২ রাইফেল, মর্টার রাউন্ড এবং উত্তর কোরিয়ার ৭,০০০ সৈন্য মোতায়েন করেছে। ইউক্রেনের ডিফেন্স ইন্টেলিজেন্স জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সম্ভাব্য সমর্থনের জন্য তারা রাশিয়ার পাঁচটি জায়গায় প্রশিক্ষণ নিয়েছে।
সূত্র: এনডিটিভি
আপনার মতামত লিখুন :