নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্টকাঠামো মেরামতের ৩১দফা দাবিতে যশোরের শার্শায় লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার ওয়াবদাহ রঘুনাথপুর বাজারে ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপি,যুবদল ও সেচ্ছাসেবক দল ও কৃষক দলের আয়োজনে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুস সালাম,ডিহি ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা পাপিয়া খাতুন, ইউনিয়ন যুবদল নেতা কবির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রেফাজুর রহমান, কৃষকদল নেতা ইসমাইল হোসেন,সেচ্ছাসেবক দল নেতা সাকিবুল ইসলাম টিটো, সাইফুল ইসলাম,শরিফ মাহমুদ, সাগর হোসেন, রফিকুল ইসলাম ,আব্দুল মাবুদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।