

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার দেশজুড়ে দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী, গত বুধবার থেকে শুরু হওয়া এই তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি আগামীকাল শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে। শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এছাড়া বিদেশের মাটিতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতেও একই গুরুত্বের সাথে শোক পালন করা হচ্ছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী’ হিসেবে উল্লেখ করে এই গভীর শোক প্রকাশ করা হয়।
সাবেক এই প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সাথে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য যে, গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তিনি ফুসফুসের সংক্রমণসহ দীর্ঘদিনের বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং মৃত্যুর আগে টানা ৩৭ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়। সেখানেও হাজারো মানুষের ঢল নেমেছিল এবং এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে তাঁকে শেষ বিদায় জানানো হয়। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরাও এই শোকের সময় জাতীয় ঐক্য ও শ্রদ্ধার সাথে সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করছেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেই তিন দিনের এই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আপনার মতামত লিখুন :