ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে পতিত ফ্যাসিস্ট হাসিনা।
আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি বাক স্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য ও গণতন্ত্রের জন্য। এখন আমরা সংগ্রাম করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা দিয়েছেন। বিএনপি এখন সেই দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে জনগনের ভোটে বিএনপি আবার সরকার গঠন করবে।
তিনি আজ বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাসের উদ্যোগে কলাতিয়া মানিক চৌধুরীর মাঠে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস, ছাত্রদল নেতা সুমনসহ অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে,খুন করেছে।
বিএনপি নেতাকর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তাদের নানাভাবে নির্যাতন করেছে। আওয়ামী লীগের আমলে জনগণ ভোট দিতে পারেনি। আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে পারবে ইনশাআল্লাহ।
কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাসের সভাপতি মোঃ সাফায়েত হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি'র সভাপতি মনির হোসেন মিনু, সহ-সভাপতি হাজী শামীম হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব ও যুবদল নেতা অভি প্রমূখ।