রুশ বাহিনীর ধারাবাহিক হামলায় ইউক্রেনে শনিবার রাত থেকে রোববার (২ নভেম্বর) ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এই হামলায় হাজারো পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যা যুদ্ধের ভয়াবহ মানবিক সংকটকে আরও গভীর করেছে।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইউক্রেনের কয়েকটি শহরে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়ার এই হামলার মূল লক্ষ্য ছিল বিদ্যুৎকেন্দ্র ও আবাসিক এলাকা—যার উদ্দেশ্য ইউক্রেনের অবকাঠামো দুর্বল করা এবং শীতের আগে জনগণের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তোলা। এই হামলার খবর নিশ্চিত করেছে কিয়েভভিত্তিক বার্তা সংস্থা এএফপি ও স্থানীয় সরকারি কর্মকর্তারা।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর তাদের সরকারি টেলিগ্রাম চ্যানেলে জানায়, রুশ বাহিনী দনিপ্রোপেত্রোভস্ক ও ওডেসা অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে। এতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু। এ ছাড়া বেশ কিছু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
একই সময়ে, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলেও ভয়াবহ হামলা চালায় রাশিয়া। ওই অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানান, হামলার ফলে প্রায় ৫৮ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে স্থানীয় প্রকৌশলীরা কাজ করছেন, তবে ধারাবাহিক রুশ হামলার কারণে মেরামতকাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়ার হামলায় বহু ঘরবাড়ি, স্কুল ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে গেছে কয়েকটি আবাসিক ভবনও। ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, রাতভর উদ্ধারকাজ চলে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
তথ্যসূত্র : এএফপি