সাবা ডেস্কঃ শার্শা উপজেলার ঐতিহ্যবাহী কলেজ লক্ষ্মণপুর। উত্তর শার্শার প্রাচীন বিদ্যাপীঠ। এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার তারিখ থাকে বয়স দাঁড়িয়েছে বলতে গেলে ৮৭ বছর। আর এই ৮৭ বছর ধরে এ শিক্ষার বাতিঘর থেকে অগণিত শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত আছেন। তাঁদের নিয়ে লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ সালে একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠিত হয়।
সংগঠনটির নাম দেয়া হয়েছে “লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন”। সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবির, সাবেক অতিরিক্ত সচিব (অবঃসরপ্রাপ্ত), সংগঠনের সেক্রেটারী হলেন সৈয়দ আক্তারুজ্জামান। সংগঠনের সদস্য সংখ্যা অর্ধ শতের উপরে।
বিগত বছরে সংগঠনটি এলাকার মানুষকে বিভিন্ন ধর্মীয় উৎসব বিশেষ করে রোজার ঈদ, কোরবানী ঈদে শত শত দুঃস্থ গরীব পরিবারকে নানান ভাবে সাহার্য সহযোগীতা দিয়েছে এখনো দিচ্ছে। সামাজিক উন্নয়নে এলাকার রাস্তা সড়কের দুধারে পরিবেশ রক্ষায় বনায়ন কর্মসূচী হাতে নিয়ে এ বছর “লক্ষ্মণপুর টু আন্দোলপোতা” সড়ক বা রাস্তার দুই ধারে তাল গাছের বীজ বা আঁটি বপন/রোপন কর্মসূচী উদবোধন করেছেন এ সংগঠনের কর্মকর্তা স্বেচ্ছাসেবকর। অদ্য ২৯ আগস্ট শুক্রবার সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ রোডে তালের আঁটি বা বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন “লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন”এর সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোঃ হারুন-অর-রশিদ, মোঃ নজরুল ইসলাম সহঃ অধ্যক্ষ (অবসর), মোঃ সাহাজুল ইসলামসহঃ অধ্যক্ষ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব), মোঃ সাজেদুর রহমান শিক্ষক, জিলা স্কুল যশোর (অবঃ), অ্যাডঃ মোঃ মিজানুর রহমান, মোঃ শাহজাহান কবির, অধ্যক্ষ লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজ, কবি আব্দুস সালাম গফফার, সম্পাদক-প্রকাশক, সারসা বার্তা, মোঃ হাসানুজ্জামান(লাল), প্রভাষক, সরকারী বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মদ কলেজ, এস এম খালেদ, সহঃ অধ্যাপক, অর্থনীতি বিভাগ,যশোর কলেজ, যশোর, মোঃ রফিকুল ইসলাম, সহঃ অধ্যাপক, অর্থনীতি বিভাগ, যশোর সরকারী মহিলা কলেজ, যশোর, মোঃ রফি উদ্দিন সভাপতি, সারসা সরকারী পাথমিক শিক্ষক সমিতি, মোঃ সেলিম রেজা, ম্যানেজার, অগ্রণী ব্যাংক, পি এল সি শাখা, যশোর, মোঃ হাবিবুর রহমান, ডি জি এম, পপুলার লাইফ ইন্সিউরেন্স, মোঃ সামসুজ্জামান সোহাগ, সহকারী শিক্ষক, কেরালখালী সরকারী প্রাথঃ বিদ্যালয় এবং মোঃ মইনুল ইসলাম, (অবসর প্রাপ্ত পুলিশ হাবিলদার) প্রমূখ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
এ বছর এই রাস্তায় বা সড়কে সড়কে ১ হাজার তালের আঁটি/বীজ রোপনের সিদ্ধান্ত পরিকল্পনা নিলেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২ হাজার ৫০০ শত আটি বীজ রোপন করা হয়েছে। অনুষ্ঠানে অত্র এলাকার ২০/২৫ খানা গ্রামের ঊকিল, ডাক্তার, শিক্ষক, সমাজসেবী, কৃষক সহ সর্ব স্তরের পেশাজীবি শত শত মানুষ সতস্ফুর্ত ভাবে সক্রিয় অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :