ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ধরনের ব্যর্থতা নেই। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ভারি অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণকে আরও আধুনিক ও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তারা তা জানাতে পারবে। তবে বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে ৫৫ হাজার ভলান্টিয়ারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য ২২ জন ভলান্টিয়ারকে সম্মাননা দেওয়া হয়। তিনি আরও বলেন, দুর্যোগের সময় ফায়ার সার্ভিসের পাশে ভলান্টিয়াররা সবসময় ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জায়েদ কামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।