লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণের আইতারোন গ্রামের কাছে ওই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও মঙ্গলবার দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দক্ষিণ লেবাননের আইতারোন গ্রামের কাছে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার সকালের দিকে দক্ষিণ লেবাননের আইতারোন গ্রামের কাছে হিজবুল্লাহর বিশেষ অভিযান এলাকায় হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামলায় হিজবুল্লাহর একটি প্ল্যাটুনের একজন কমান্ডার নিহত হয়েছেন।
এদিকে জাতিসংঘ বলেছে, গত বছরের শেষের দিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত চুক্তির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের চালানো হামলায় লেবাননে অন্তত ৭১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে চার মাসে অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই সংস্থার মুখপাত্র থামিন আল-খিতান জেনেভায় সাংবাদিকদের বলেছেন, ‘‘আমাদের প্রাথমিক পর্যালোচনা অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’’
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে আবাসিক ভবন, চিকিৎসা স্থাপনা, সড়ক ও একটি ক্যাফে-সহ বিভিন্ন ধরনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আল-খিতান বলেন, এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো এপ্রিলের শুরুর দিকে বৈরুতের দক্ষিণের হামলা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেখানকার দুটি স্কুলের কাছে এই হামলা চালানো হয়েছে।
সূত্র: এএফপি।
আপনার মতামত লিখুন :