শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ যশোরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ


Shohel Rana প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ /
শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ যশোরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে
স্মৃতিস্তম্ভে জাতির সূর্য সন্তানদের প্রতি জেলা পুলিশ যশোরের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সদর থানাধীন রায়পাড়া শংকরপুর বধ্যভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে বাংলাদেশকে মেধাশূন্য করতে দেশমাতৃকার বিশিষ্ট বুদ্ধিজীবী ও বরেণ্য ব্যক্তিবর্গ নির্মম হত্যাযজ্ঞের শিকার হন। জাতির এই বীর শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় যশোরে দিবসটি পালিত হচ্ছে।

জাতির সূর্য সন্তানদের স্মরণে যশোর সদর থানাধীন রায়পাড়া শংকরপুর বধ্যভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) যশোর, মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।