

খোরশেদ আলমঃ শার্শায় অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফার। ১২ জানুয়ারি রবিবার সকাল ১১টায় পরিষদের শার্শাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহঃ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহঃ সভাপতি মোঃ শরীফুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী, দপ্তর সম্পাদক মোঃ সৈয়দুজ্জামান, সিনিঃ সহঃ সভাপতি মোঃ আব্দুল হক, কার্য নির্বাহী সদস্য মোঃ ওসমান গণি, কার্য নির্বাহী সদস্য মোঃ আলী হোসেন, কার্য নির্বাহী সদস্য মোঃ রবিওল হোসেন, কার্য নির্বাহী সদস্য মোঃ বরকত আলী, কার্য নির্বাহী সদস্য মোঃ মইনুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান লালি, কার্য নির্বাহী সদস্য মোঃ সোলায়মান হোসেন, কার্য নির্বাহী সদস্য মোঃ মঈনুদ্দীন, কার্য নির্বাহী সদস্য মোঃ আব্দুস সালাম, কার্য নির্বাহী সদস্য মোঃ খলিলুর রহমান, কার্য নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হোসেন প্রমূখ।
সভায় গত ২০২৫ সালের সামগ্রিক আয়-ব্যয় পুঙ্খ পুংখানু তুলে ধরা হয়। সংগঠনের সদস্যদের মাসিক সঞ্চয় জমা বইয়ের হিসাব নিরীক্ষা এ-টু জেড নিরীক্ষা শেষে ব্যাংকের সঞ্চয়ী হিসাবে উদ্বৃত্ত অর্থ থেকে চাহিদা মতো অর্থ উত্তোলন করে সদস্য গণকে প্রদানের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গ্রহণ করা হয়। সভায় উপস্থিত সদস্যগণ সংগঠনের স্বচ্ছ কার্যক্রমে সন্তুষ্ট হন পাশাপাশি এর উত্তোরত্তর সফলতা বৃদ্ধিকল্পে উপজেলার বিভিন্ন এলাকায় যারা চাকুরী থেকে অবসর গ্রহণ করেছেন তাঁদেরকে অত্র সংগঠনের অন্তর্ভূক্ত করার সিদ্ধান্তু গৃহীত হয়। উল্লেখ্য, সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
আপনার মতামত লিখুন :