শার্শায় অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ১, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ /
শার্শায় অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

সোহেল রানাঃ যশোরের শার্শায় বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের স্বরণে প্রথম ধাপে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে ৫শ’ পিস শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরো পাঁচশত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন তার পরিবার।

বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুর ইসলামের ছোট ভাই সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের বাসভবনের সামনে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অসহায়-দুঃস্থ নারী ও পুরুষদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুর ইসলামের ছেলে রেজাউল ইসলাম লালটু।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, সদস্য মশিয়ার রহমান, আব্দুর রশিদ, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক তাজউদ্দীন আহমেদ, বেতলতা বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না, শার্শা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা আক্তারুজ্জামান, সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসানসহ শার্শা থানা ও কায়বা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদ এর পেশ ইমাম মাস্টার মাজহারুল ইসলাম।