শার্শায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত


Shohel Rana প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ /
শার্শায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

ওমর সিয়ামঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা এ শ্লোগানে মঙ্গলবার সকালে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন শার্শা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ।পরে দূর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামের সামনে শার্শা বাজারের রাস্তার পাশে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আক্তারুজ্জামান লিটু ও সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলে ওয়াহিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অটল গোস্বামী সহকারী কমিশনার কাস্টমস হাউস, মোঃ কামরুল হাসান পলাশ সহকারী পরিচালক বেনাপোল স্থলবন্দর, উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা, গুলসান-ই-জাহান শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা, গোলাম ফারুক যুব উন্নয়ন কর্মকর্তা,বেনাপোল পোর্ট থানার এসআই খাইরুল ইসলাম,বেনাপোল ইমিগ্রেশন এসআই জাহিদুল ইসলাম, শার্শা থানার এসআই পায়েল,নাভারণ হাইওয়ে এসআই আনিছ, উপজেলা আনসার ও ভিডিপি
কর্মকর্তা( ভারপ্রাপ্ত)আব্দুল্লাহ আল রাসেল, শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,শিক্ষকবৃনদ ও ছাত্র ছাত্রীরা।