সোহেল রানাঃ যশোরের শার্শায় অহেদানিয়াত তরিকার উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফকির আব্দুর রাজ্জাক শাহ স্বরণে ৫০তম পবিত্র ওরশ শরীফ উদযাপন করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার গোড়পাড়া দরবার শরিফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ওরশ কমিটির আহবায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,ডাক্তার রাসেল হোসেন আল চিচতী, দরবারের খলিফা মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম,খাদেম জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, আলাউদ্দিন হোসেন, আব্দুল মালেক, সাহাজান সাঁইজি, আনসার আলী, ফিরোজ ভান্ডারি, আবু জাফর, মশিয়ার রহমানসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক বাকিবিল্লাহ।