নাজমুল ইসলামঃ যশোরের শার্শায় চলতি বছর ৬মে হইতে গোবিন্দভোগ এবং ২১ মে হইতে হিমসাগর জাতের আম ভেঙ্গে বাজারজাত করার সিন্ধান্ত গৃহিত হয়েছে ৷ ৪ঠা মে রবিবার বিকেল ৩ ঘটিকায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে অত্র এলাকার আম চাষী এবং ব্যাবসায়ীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলার নির্বাহী অফিসার ডা. নাজিব হোসেন ৷
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা ৷ চাষীদের অপরিপক্ক আম না ভংতে এবং কোন প্রকার ফরমালিন মেশানো থেকে বিরত থাকতে কঠোর কঠোর নির্দেশ দেন ডা. নাজিব হাসান ৷ উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান এই মৌসুমে শার্শা উপজেলায় ১৪ হাজার মেট্রিক টন আম উৎপাদনর লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে ৷
শার্শা উপজেলার আম এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় ৷ শার্শার আম এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশে ও রপ্তানি হচ্ছে ৷ ডা. নাজিব হাসান আরো জানান , শার্শার আমের পরিচিতি বিস্তার লাভের লক্ষে চলতি মাসের শেষ সপ্তাহে একটি আম প্রদর্শনী মেলার আয়োজন করা হবে ৷