শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ /
শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

শেখ নাজমুল ইসলামঃ যশোরের শার্শা সম্বন্ধকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি এসব উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু । বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামান মিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মজিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বর, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জমাত আলী মেম্বর, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, বিএনপি নেতা নুরুজ্জামান ও আতিয়ার রহমান দলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসী উদ্দিন ও যুগ্ম আহবায়ক মেহেদী হাসান জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।

স্থানীয় শার্শা ফুটবল একাদশ বনাম সম্বন্ধকাঠি ফুটবল একাদশ এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এ খেলায় শার্শা ফুটবল একাদশ ১-০ গোলে সম্বন্ধকাঠি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা উপভোগ করেন কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে স্থানীয় বিএনপি এ খেলার আয়োজন করে।