

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোবারক ব্যাপারী (৫৬) নামে একজনকে আটক করেছে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।
বুধবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে গোপীনাথপুর- বটতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মোবারক ব্যাপারী গোপীনাথপুর- বটতলা গ্রামের মৃত-ইমান আলী ব্যাপারী ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের টুআইসি (এএসআই) শিলন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপীনাথপুর বটতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোবারক ব্যাপারীকে আটক করা হয়।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম আটকের বিষয়টি নিশ্চত করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :