শার্শায় উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ /
শার্শায় উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

সাবা রিপোর্টঃ যশোরের শার্শা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ আগস্ট ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত  সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশ জমায়েতি ইসলামের কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু,মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান-ই- জাহান, শার্শা থানার ওসি  তদন্ত খন্দকার  শাহ আলম, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রঞ্জু সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তৌফিক পারভেজ, আনসার ভিডিপি কর্মকর্তা, বিজেপি কর্মকর্তা  ও  বিভিন্ন  ইউনিয়ন পরিষদের প্রশাসকগণ।