শার্শায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের তূলা চাষে উদ্বুদ্ধ করতে প্রণোদনা দান


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ /
শার্শায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের তূলা চাষে উদ্বুদ্ধ করতে প্রণোদনা দান

 সাবা ডেস্কঃ শার্শায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪- ২৫ অর্থ বছর (২০২৫-২০২৬)মৌসুমে তুলা ফসল আবাদ করার লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের বীজ সার ও অন্যান্য উপকরন বিতরণ করা হয়।

সোমবার (২১ জুন) সকাল ১০ টায় উপজেলা চওরে ১৫৫ জন তুলা চাষীকে এই প্রণোদনা দেয়া হয়। তুলা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জনপ্রতি ৬০০ গ্রাম তুলার বীজ সার ও কীটনাশক মিলে প্রায় ৮ হাজার টাকা কৃষি পণ্য চাষীদের হাতে তুলে দেওয়া হয়। উপজেলা কটন ইউনিট অফিসার রবীন্দ্র চন্দ্র মন্ডল থেকে প্রাপ্ত তথ্য মতে মতে গত বছর শার্শা উপজেলায় ৩০ হেক্টর জমিতে হাইব্রিড তুলা এবং ১৫৫ হেক্টর জমিতে সাধারণ তুলা আবাদ হয়েছিল। চলতি বছর ২০০হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যে চাষীদের মাঝে প্রণোদনা বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, শ্রাবণ মাস তুলার বীজ বপনের জন্য উপযুক্ত সময়। তুলার জমিতে একই সাথে লাল শাক সবুজ শাক মুলা সহ অন্যান্য সবজি সহজে আবাদ করা যায়। তুলা চাষে তুলনামূলক রোগ বালাই কম হওয়ায় চাষীদের তুলা চাষে উদ্বুদ্ধ করেন।

উক্ত প্রণোদনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের উপ-পরিচালক মো: কামরুল হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডা: কাজ নাজিফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, তুলা উন্নয়ন বোর্ড যশোরের প্রধান কর্মকর্তা মো: মিজানুর রহমান, কীট পতঙ্গ বিশেষজ্ঞ ডা: তাসদিকুর রহমহু