নিজস্ব প্রতিবেদক: শার্শা কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যোগে দরিদ্র ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত শতাধিক নারী-পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি ও শার্শা উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন শার্শা কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি আব্দুল মজিদ মেম্বার, মসজিদের ইমাম হযরত মাওলানা আজিজুর রহমান।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাজেদুর রহমান সবুজ, শার্শা উপজেলা ছাত্র দলের সদস্য-সচিব সবুজ হোসেন, যুগ্ম-আহবায়ক আব্দুর জুবায়ের শাওন সহ রাজনৈতিক নেতাকর্মী ও মুসুল্লিবৃন্দ।