সোহেল রানাঃ যশোরের শার্শায় ১২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৩ টার দিকে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক জুলফিকার আলী ভুট্রো ওই গ্রামের কওছার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের (টুআইসি) (এএসআই) সিলন আলী সঙ্গীয় ফোর্সের একটি বিশেষ টিম রামচন্দ্রপুর এলাকায় জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২কেজিসহ জুলফিকার আলী ভুট্টোকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, এ ঘটনায় আটককৃতর আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে’ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।