সোহেল রানাঃ যশোরের শার্শায় ৫শ’গ্রাম গাঁজাসহ মহসিন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শুড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক মহসিন হোসেন বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের আব্দুল মমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের (এসআই) রেজাউল হক ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম লক্ষণপুর ইউনিয়নের শুড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় মহসিন হোসেন নামে একজনকে ৫শ’ গ্রাম গাজাসহ আটক করা হয়।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :