সোহেল রানাঃ যশোরের শার্শা থেকে ১০ কেজি গাঁজা ও দুই কেজি বিস্ফোরক দ্রব্য সহ শাহজাহান আলী (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।রবিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শাহজাহান আলী ওই গ্রামের মৃত-আনোয়ার আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আনিসুর রহমান সঙ্গীয় (টুআইসি) (এএসআই) সিলন আলী ও (এএসআই) জামিনুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলার রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
এসময় আসামির বসতবাড়ির পশ্চিম পাশে খড়ির ঘর থেকে সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ১০কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য-প্রায় ৪ লক্ষ টাকা এবং বিস্ফোরক দ্রব্যের মূল্য-প্রায় ৬০ হাজার টাকা। ওই সময় আরেক অভিযুক্ত আব্দুর রাজ্জাক সরদার (৩৫), পিতা-মৃত আজির বক্স সরদার, একই গ্রামের বাসিন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম আটকের বিষয়টি নিশ্চত করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :