স্টাফ রিপোর্টঃ শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান বিজয় দিবস-২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রাসেল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তপু কুমার সাহা, পল্লী বিদ্যুৎ সমিতি যশোরের-১'র শার্শা জোনাল অফিসের ডিজিএম দেবাশীষ কুমার ভট্টাচার্য্য, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন শার্শা থেকে প্রকাশিত সারসা বার্তা' পত্রিকার সম্পাদক কবি আব্দুস সালাম গফফার, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শার্শা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ারুল কবির, রহিমপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা শহীদুল্লাহ, প্রেস ক্লাব শার্শার সভাপতি এটিএন বাংলার প্রতিনিধি আহম্মদ আলী শাহিন, প্রেস ক্লাব শার্শার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, এনটিভি'র সাংবাদিক হিরোন আহম্মেদ, দৈনিক ভোরের দর্পণ'র বেনাপোল প্রতিনিধি নাজমুল ইসলাম প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে ৫ আগস্ট'২৪'এর দ্বিতীয় বিজয়ের উপর আলোকপাত পূর্বক বলিষ্ঠ বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, বক্তব্য রাখেন শার্শা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আনোয়ারুল কবির এবং রহিমপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওঃ শহীদুল্লাহ।
আলোচনা শেষে ২৪'এর জুলাই'র সকল শহীদ এবং পঙ্গু, আহতদের জন্য দোয়া মোনাজাত করা হয়, দোয়া পরিচালনা করেন শার্শা উপজেলা মসজিদের সম্মানিত ইমাম মহোদয়। সভায় অংশ গ্রহণকারী সম্মানীয়দের নাস্তা আপ্যায়ন শেষে শার্শা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা শেষ করেন।