শার্শায় ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও শপথ গ্রহণ সভা


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ণ /
শার্শায় ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও শপথ গ্রহণ সভা

নাজমুল ইসলাম (শার্শা) : যশোরের শার্শায় ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় শার্শায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আলী কদর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি, দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মো: ইমরান, সহ-সভাপতি, হাবিবুর রহমান রুবেল, হাসান আব্দুর রব ও মশিয়ার রহমান। ক্যাশিয়ার শেখ শাহজাহান, সংগঠনিক সম্পাদক আফতাব হোসেন। আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট আহমেদ আলী শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। এছাড়াও শার্শা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্মসাধারণ সম্পাদক আনসার আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শার্শার ৬৯ টি ডেকোরেটর মালিককে সদস্য কার্ড ও শপথ বাক্য পাঠ করানো হয়। প্রধান অতিথি দেলোয়ার হোসেন তার শুভেচ্ছা বক্তব্য বলেন, ডেকোরেটের ব্যবসা একটি সেবামূলক ব্যবসা। আমরা সবাই একই ছাতার নিচে এসে একই নীতি অনুসরণ করে জনগণের সেবা দেয়ার লক্ষ্যে কল্যাণ সমিতির সৃষ্টি। জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ডেকোরেটরের মালামাল বহনের ক্ষেত্রে রাস্তায় অনেক হয়রানির শিকার হতে হয়।

তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় ১০২০ লক্ষ টাকা প্রোগ্রামে খরচ করার পরেও আমাদের ১০/২০ হাজার টাকা ডেকোরেটরের বিল দেওয়ার সময় আর টাকা থাকে না। এ সকল সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে এসেছি। প্রবীণ সাংবাদিক স্বার্থ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তার শুভেচ্ছা বক্তব্য বলেন, “আমার ৩৯ বছর সাংবাদিকতার জীবনে শার্শায় ডেকোরেটর কল্যাণ সমিতির এই ধরনের অনুষ্ঠান প্রথম দেখলাম, ডেকোরেটর সমিতির সদস্যরা যেকোনো প্রয়োজনে সাংবাদিকদের ডাকলে আমাদের পাশে পাবে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ওবাইদুর রহমান।